নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত স্মরণসভায় এ দাবি করেন তিনি।
জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড দাবি করে তাঁর মরণোত্তর বিচারের জন্য জাতীয় তদন্ত কমিশনের দাবি জানিয়ে শেখ পরশ বলেন, ‘ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রাথমিক পদক্ষেপ।’
শেখ পরশ বলেন, ‘যত দিন তদন্ত কমিশনের ফলাফল না বের হবে, তত দিন খুনিরা পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে দলটির নেতা-কর্মীদের নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘তারেক জিয়ার মতো একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে।’
শেখ পরশ বলেন, ‘দুর্নীতি ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এসব হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।’
বিএনপি-জামায়াত শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তাহলে বিএনপি-জামায়াত পালানোর পথ খুঁজে পাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত স্মরণসভায় এ দাবি করেন তিনি।
জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড দাবি করে তাঁর মরণোত্তর বিচারের জন্য জাতীয় তদন্ত কমিশনের দাবি জানিয়ে শেখ পরশ বলেন, ‘ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রাথমিক পদক্ষেপ।’
শেখ পরশ বলেন, ‘যত দিন তদন্ত কমিশনের ফলাফল না বের হবে, তত দিন খুনিরা পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে দলটির নেতা-কর্মীদের নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘তারেক জিয়ার মতো একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে।’
শেখ পরশ বলেন, ‘দুর্নীতি ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এসব হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।’
বিএনপি-জামায়াত শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তাহলে বিএনপি-জামায়াত পালানোর পথ খুঁজে পাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৬ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৬ ঘণ্টা আগে