নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র্যাংক আর ছবি ইমেইল করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র্যাংক আর ছবি ইমেইল করুন।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১০ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১১ ঘণ্টা আগে