নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। তারা জনগণের দিকে তাকায় না।
তথ্যমন্ত্রী বলেন, কাক যেমন খাবারের উচ্ছিষ্টকে বিতরণ করছে, সেদিকে তাকিয়ে থাকে। বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। আজ বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। বেলা ৩টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগে এ সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।’
সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ওপর কোনো আঘাত আসলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কোনোভাবেই যেন তাদের ষড়যন্ত্র বিজয় অর্জন করতে না পারে। আমাদের শক্তি জনগণ। আমরা যদি দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।’
বিএনপিকে খুনিদের দল দাবি করে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, তারা খুনিদের দল, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এক চুলও ছাড় হবে না। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নাশকতা করার জন্য অস্ত্র জোগাড় করছে।
বিএনপি অস্ত্র জোগাড় শুরু করেছে বলে অভিযোগ করেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘তারা বোমা তৈরির কারখানা করছে। তারা পূজার পর মাঠে নামার কথা বলছে। আমরাও মাঠে নামব, যদি সহিংসতা করে এমন প্যাদানি দেব, বুড়িগঙ্গায় পড়বে।’
সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘বিএনপির জনগণের ওপর আস্থা নেই। তারা পাকিস্তান ও আমেরিকার ওপর আস্থা আছে। আমাদের ভরসা জনগণ। তারা ঢাকায় অবস্থান ধর্মঘটের কথা বলছে, আমরা তাদের কোনোভাবেই অবস্থান করতে দেব না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। তারা জনগণের দিকে তাকায় না।
তথ্যমন্ত্রী বলেন, কাক যেমন খাবারের উচ্ছিষ্টকে বিতরণ করছে, সেদিকে তাকিয়ে থাকে। বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। আজ বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। বেলা ৩টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগে এ সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।’
সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ওপর কোনো আঘাত আসলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কোনোভাবেই যেন তাদের ষড়যন্ত্র বিজয় অর্জন করতে না পারে। আমাদের শক্তি জনগণ। আমরা যদি দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।’
বিএনপিকে খুনিদের দল দাবি করে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, তারা খুনিদের দল, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এক চুলও ছাড় হবে না। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নাশকতা করার জন্য অস্ত্র জোগাড় করছে।
বিএনপি অস্ত্র জোগাড় শুরু করেছে বলে অভিযোগ করেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘তারা বোমা তৈরির কারখানা করছে। তারা পূজার পর মাঠে নামার কথা বলছে। আমরাও মাঠে নামব, যদি সহিংসতা করে এমন প্যাদানি দেব, বুড়িগঙ্গায় পড়বে।’
সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘বিএনপির জনগণের ওপর আস্থা নেই। তারা পাকিস্তান ও আমেরিকার ওপর আস্থা আছে। আমাদের ভরসা জনগণ। তারা ঢাকায় অবস্থান ধর্মঘটের কথা বলছে, আমরা তাদের কোনোভাবেই অবস্থান করতে দেব না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৫ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৬ ঘণ্টা আগে