নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ব্যবহার করে সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও মিডিয়া আউটলেট ‘ডিপ ফেক ভিডিও’ তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। এর পেছনে ‘নাহিদ রেইন’ নামে একটি আইডিকে দুষ্কৃতকারী হিসেবে দাবি করেছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে-কানাচে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামের একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও মিডিয়া আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেক ভিডিও তৈরি করে দেশে-বিদেশে থাকা দলের শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজনকে নিয়েও একই ধরনের ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে।’
নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকসহ দেশ-বিদেশের সব মানুষকে সাংবাদিক ভাইবোনদের মাধ্যমে অবহিত করতে চাই, আপনারা এসব ডিপ ফেক ভিডিও থেকে সতর্ক থাকবেন। বিএনপির কোনো নেতা কখনো এভাবে ভিডিও কল করে কারও কাছে টাকা চাইবেন না, এই বিশ্বাসটা আপনাদের নিজেদের মধ্যে রাখবেন। কেউ যদি এভাবে ভিডিও কলে আপনাদের কাছে টাকা চায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা দলীয় নেতাদের অবহিত করুন, যাতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।’
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ‘বিএনপির তথ্যপ্রযুক্তি দপ্তরের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে আওয়ামী লীগের হয়ে বিরোধী দলকে হেয় করার জন্য এমন অপতৎপরতার নেতৃত্ব দিচ্ছে “নাহিদ রেইন” নামে একজন প্রতারক ও জেল খাটা দাগি অপরাধী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই দাগী অপরাধীকে অনলাইন ও অফলাইনে প্রকাশ্যে প্রমোট করছে ভিনদেশের প্রভাবশালী এক ব্যক্তি। নাহিদ রেইনের টুইটার হ্যান্ডেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই এই দুঃখজনক অপকর্মের সত্যতা পাওয়া যায়।’ নাহিদ রেইনকে গ্রেপ্তারেরও দাবি জানান রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ব্যবহার করে সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও মিডিয়া আউটলেট ‘ডিপ ফেক ভিডিও’ তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। এর পেছনে ‘নাহিদ রেইন’ নামে একটি আইডিকে দুষ্কৃতকারী হিসেবে দাবি করেছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে-কানাচে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামের একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও মিডিয়া আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেক ভিডিও তৈরি করে দেশে-বিদেশে থাকা দলের শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজনকে নিয়েও একই ধরনের ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে।’
নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকসহ দেশ-বিদেশের সব মানুষকে সাংবাদিক ভাইবোনদের মাধ্যমে অবহিত করতে চাই, আপনারা এসব ডিপ ফেক ভিডিও থেকে সতর্ক থাকবেন। বিএনপির কোনো নেতা কখনো এভাবে ভিডিও কল করে কারও কাছে টাকা চাইবেন না, এই বিশ্বাসটা আপনাদের নিজেদের মধ্যে রাখবেন। কেউ যদি এভাবে ভিডিও কলে আপনাদের কাছে টাকা চায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা দলীয় নেতাদের অবহিত করুন, যাতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।’
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ‘বিএনপির তথ্যপ্রযুক্তি দপ্তরের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে আওয়ামী লীগের হয়ে বিরোধী দলকে হেয় করার জন্য এমন অপতৎপরতার নেতৃত্ব দিচ্ছে “নাহিদ রেইন” নামে একজন প্রতারক ও জেল খাটা দাগি অপরাধী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই দাগী অপরাধীকে অনলাইন ও অফলাইনে প্রকাশ্যে প্রমোট করছে ভিনদেশের প্রভাবশালী এক ব্যক্তি। নাহিদ রেইনের টুইটার হ্যান্ডেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই এই দুঃখজনক অপকর্মের সত্যতা পাওয়া যায়।’ নাহিদ রেইনকে গ্রেপ্তারেরও দাবি জানান রিজভী।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১১ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১১ ঘণ্টা আগে