আবহাওয়া অনুকূলে থাকায় মানিকগঞ্জে এবার প্রচুর জাম্বুরা হয়েছে। পুষ্টিসম্পন্ন এই মৌসুমি ফলের চাহিদা ও দাম দুটোই ভালো। সদর উপজেলার বেউথা এলাকা, মানিকগঞ্জ। ছবি: আব্দুর রাজ্জাক।
2-নাম অন্নপূর্ণা ঘাট হলেও স্থানীয়দের কাছে বাবুর বাড়ির ঘাটলা নামে পরিচিত। জানা যায়, শতবর্ষ আগে সমর সেন নামের ধনাঢ্য এক ব্যক্তি পুকুর খনন করে শান বাঁধানো ঘাটলাটি নির্মাণ করেন। পরিবারটি দেশ ভাগের আগে ভারতে পাড়ি জমায়। বহু বছর রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনাটি। ঘিওর উপজেলার নালী গ্রাম, মানিকগঞ্জ, ২২ আগস্ট। ছবি: আব্দুর রাজ্জাক।
নাম অন্নপূর্ণা ঘাট হলেও স্থানীয়দের কাছে বাবুর বাড়ির ঘাটলা নামে পরিচিত। জানা যায়, শতবর্ষ আগে সমর সেন নামের ধনাঢ্য এক ব্যক্তি পুকুর খনন করে শান বাঁধানো ঘাটলাটি নির্মাণ করেন। পরিবারটি দেশ ভাগের আগে ভারতে পাড়ি জমায়। বহু বছর রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনাটি। ঘিওর উপজেলার নালী গ্রাম, মানিকগঞ্জ, ২২ আগস্ট। ছবি: আব্দুর রাজ্জাক।
ইছামতী নদীর শাখা খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন গ্রামবাসী। এদিকে খালটি দিয়ে চলাচল করে যাত্রী ও পণ্যবাহী ছোট-বড় অসংখ্য নৌকা। পানি বৃদ্ধির ফলে বাঁশের সেতুর নিচ দিয়ে নৌকা যাতায়াতের সময় নৌকার মাঝি-মাল্লারা নেমে সেতুর বাঁশ উঁচু করে ধরতে হয়। এরপর নৌকা পাড় হলে আবার বাঁশ সেতুর যথাস্থানে রেখে দেন। এতে সাঁকোটি ব্যবহার করা এলাকাবাসী ও নৌকার লোকজনের ভোগান্তি হচ্ছে। ঘিওর উপজেলার বড়টিয়া এলাকা, মানিকগঞ্জ, ২২ আগস্ট। ছবি: আব্দুর রাজ্জাক
জমি থেকে মরিচ তুলে বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন কৃষি শ্রমিকরা। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকা, রাজশাহী, ২২ আগস্ট। ছবি: মিলন শেখ
সকাল থেকে পুকুরে পাট জাগ দেওয়া হয়েছে। এখন পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত শ্রমিকেরা। পবা উপজেলার হুজুরী পাড়া ইউনিয়নের কর্নাহার গ্রাম, রাজশাহী, ২২ আগস্ট। ছবি: মিলন শেখ।
জমি থেকে মরিচ তুলে বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন কৃষি শ্রমিকরা। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকা, রাজশাহী, ২২ আগস্ট। ছবি: মিলন শেখ