ছয়ে নেমে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শারফেন রাদারফোর্ড। ২ চার ও ৬ ছক্কা মেরেছেন। উইন্ডিজের ১৩ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রোলির থেকে পুরস্কার নিচ্ছেন রাদারফোর্ড। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। একটা পর্যায়ে উইন্ডিজের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৯ উইকেটে ১১২ রান। উইকেট নেওয়ার পর কিউই বোলারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি
ফিল্ডিংয়েও ওয়েস্ট ইন্ডিজ ছিল দুর্দান্ত। নিজের বলে নিজেই ঝাঁপ দিয়ে বল থামালেন আন্দ্রে রাসেল। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে খেলতে থাকেন শারফেন রাদারফোর্ড। শেষ ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে ৩৭ রান যোগ করেছে, পুরোটাই করেছেন রাদারফোর্ড। তাতেই উইন্ডিজ স্কোরটা টেনে নিয়ে গেছে ১৪৯ পর্যন্ত। ছবি: এএফপি
ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রোলি (বাঁয়ে) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) সভাপতি ডক্টর কিশোর শ্যালো। রোলি পিএম জার্সি নিয়ে এভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন দুজন। ছবি: এএফপি