নালা থেকে পানি তুলে জমিতে দিতে হবে। তাই সেচযন্দ্রে প্লাস্টিকের পাইপ আটকে জমির দিকে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক কৃষককে। পবা উপজেলার নওহাটা পৌরসভা উত্তরপাড়া এলাকা, রাজশাহী, ১২ আগস্ট। ছবি: মিলন শেখ।
রাঙামাটির-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটিতে ভ্রমণ করলে চোখ জুড়িয়ে যাবে আপনার। প্রায় পুরো রাস্তাটিই চলে গেছে পাহাড় ও জঙ্গলের মাঝখান দিয়ে। কাজেই পাহাড় ও অরণ্য দুটির সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, ১৯৮০ সালের দিকে এটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, তবে প্রস্থ মাত্র ১২ ফুট। ছবি তুলেছেন আজকের পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা।
রাঙামাটির-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটিতে ভ্রমণ করলে চোখ জুড়িয়ে যাবে আপনার। প্রায় পুরো রাস্তাটিই চলে গেছে পাহাড় ও জঙ্গলের মাঝখান দিয়ে। কাজেই পাহাড় ও অরণ্য দুটির সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, ১৯৮০ সালের দিকে এটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, তবে প্রস্থ মাত্র ১২ ফুট। ছবি তুলেছেন আজকের পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা।