নদীর কিনারে বেঁধে রাখা হয়েছে নৌকা। কেউ আবার গোসল করছেন নদীর জলে। নদী তীরবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা একে ঘিরেই। বাল্লা মালুচী এলাকার পদ্মা নদী, মানিকগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গাছে ফুটে আছে শিউলি ফুল। এর আরেক নাম শেফালি। সূর্য ওঠার আগেই এদের অনেকগুলোই গাছ থেকে খসে পড়েছে। সেগুলো কুড়িয়ে নিয়ে যায় শিশুরা। নগরীর কাজিহাটা এলাকায় রাস্তার পাশে থেকে তোলা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
রাস্তার পাশেই লাগানো হয়েছে তালগাছ। সেই তাল গাছের পাতা কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন এক নারী। এগুলো শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করবেন। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পলাশবাড়ীর রোড থেকে তোলা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
পদ্মা নদীর পানি কমেছে। জেগে উঠেছে চর। সেই চরে কৃষক ট্রাক্টর দিয়ে নতুন আবাদের জন্য জমি প্রস্তুত করছে। ট্রাক্টরটির ওপরেই উড়তে দেখা যাচ্ছে কবুতরের ঝাঁককে। আর দূরে দেখা যাচ্ছে কাশবন। নগরীর দরগাপাড়া পদ্মা নদীর পার থেকে তোলা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ