ছোট্ট শিশুর অভিমান ভাঙানোর চেষ্টা করছেন বাবর আজম। দৃশ্য দেখে মনে হচ্ছে না হাসি দিয়েও সফল হতে পেরেছেন পাকিস্তানের অধিনায়ক। ছবি: এএফপি
পায়ে টান পাওয়ার পরও লড়ে গেছেন মোহাম্মদ রিজওয়ান। হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার পর তাঁর ট্রেডমার্ক উদ্যাপন। ছবি: এএফপি
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটিও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। আবদুল্লাহ শফিকের সেঞ্চুরির উদ্যাপনটাও ছিল তাই দেখার মতো। ছবি: এএফপি
৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান যখন ৩৭ রানে ২ উইকেট হারিয়ে দিশেহারা তখন মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ম্যাচের হাল ধরেন আবদুল্লাহ শফিক। দুজনের ১৭৬ রানের জুটিতে পাকিস্তানের জয়ের ভিত তৈরি হয়। ছবি: এএফপি
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়ার পর যেন হাতের শক্তি দেখাচ্ছেন কুশল মেন্ডিস। সঙ্গী সামারাবিক্রমাও পরে সেঞ্চুরি করেছেন। তৃতীয় উইকেটে মাত্র ৬৯ বলে ১১১ রানের জুটি গড়েন দুজনে। ছবি: এএফপি
এমন অপরূপ দৃশ্যের কারণেই ক্রিকেট এত সুন্দর। ভদ্রলোকের খেলার দুর্দান্ত এক পরিচয় দিলেন ইফতিখার আহমেদ। শ্রীলঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমার জুতার ফিতা বেঁধে দিচ্ছেন ‘চাচা’ খ্যাত পাকিস্তানি ব্যাটার। ছবি: এএফপি
শ্রীলঙ্কান ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে হতাশ হয়ে মাথায় হাত দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি
সাদিরা সামারাবিক্রমাকে আউট করার পর শ্রীলঙ্কান ব্যাটারকে সেঞ্চুরির অভিবাদন জানাচ্ছেন হাসান আলী। দৃশ্যটি সম্প্রীতির। ছবি: এএফপি