শীতের সাকালে জমিতে চাষ করে গরু, মই ও লাঙল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। নগরীর মেহেরচন্ডী করইতলা ফ্লাইওভারের সামনের রাস্তা, রাজশাহী, ১৫ জানুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
কৃষকেরা শীতকে উপেক্ষা করে কৃষকেরা সকাল থেকে ব্যস্ত বোরো খেত পরিচর্যায়। সেচযন্ত্র ব্যবহার করে খাল থেকে পানি তুলছেন জমিতে দেওয়ার জন্য। মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুরের হাওর এলাকা, কিশোরগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২৪। ছবি: হারুনূর রশিদ
তীব্র শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বোরো ধান আবাদের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি এলাকার একটি মাঠ, সিরাজগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২৪। ছবি: আব্দুল্লাহ আল মারুফ
তীব্র শীতে নাকাল জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। এমন হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে বোরো চারা রোপণ করছেন কৃষকেরা। তৈলকুপির বিল, পাটকেলঘাটা, সাতক্ষীরা, ১৫ জানুয়ারি, ২০২৪। ছবি: মুজিবুর রহমান
সড়কে চলছে গাড়ি, অটোরিকশাসহ নানা যানবাহন। আর এগুলোর মাঝখান দিয়েই গরু, মই ও লাঙল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। নগরীর মেহেরচন্ডী করইতলা ফ্লাইওভারের সামনের রাস্তা, রাজশাহী, ১৫ জানুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ