নিজের জামিতে আখ চাষ করেছেন এক কৃষক। সেই আখ ঘাড়ে করে ধান খেতের মাঝ দিয়ে নাতি-নাতনিদের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন তিনি। সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতোলা এলাকা, রংপুর, ৮ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল
বরেন্দ্র অঞ্চলের খাল, বিল, পুকুর থই থই করছে বৃষ্টির পানিতে। মাছ ধরার জন্য পদ্মা নদীর চর থেকে পুরোনো এক নৌকা কিনেছেন এক ব্যক্তি। ইঞ্জিনচালিত তিন চাকার নসিমনে চাপিয়ে এটিকে বাড়িতে নিয়ে যাচ্ছেন এখন। পবা উপজেলা দামকুড়া হাটের সামনের রাস্তা, রাজশাহী, ৮ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়েছে নদী ও খাল-বিলে। মাছও ধরা পড়েছে বেশ। তাই জাল দিয়ে মাছ শিকার করছেন তোরাবালি মিয়া। সরাইল উপজেলার বরইচারা এলাকা একটি বিল, ব্রাহ্মণবাড়িয়া, ৮ অক্টোবর ২০২৩। ছবি: এম মনসুর আলী
ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ বন্যা দেখা দেয়। পানিতে ভেসে আসে বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে আছে লাল চন্দন গাছের অনেক গুঁড়ি। এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জড়ো করেছেন এক নারী। গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের একটি এলাকা, রংপুর, ৮ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
আমন ধানের শিষ আসতে শুরু করেছে। এদিকে ধান খেতে পুঁতে রাখা বাঁশের কঞ্চির ওপর চারটি শালিক পাখি বসে আছে পোকার খোঁজে। পবা উপজেলার হুজুরী পাড়া ইউনিয়ন দারুশা এলাকা, রাজশাহী, ৮ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
বরেন্দ্র অঞ্চলের খাল, বিল, পুকুর থই থই করছে বৃষ্টির পানিতে। মাছ ধরার জন্য পদ্মা নদীর চর থেকে পুরোনো এক নৌকা কিনেছেন এক ব্যক্তি। ইঞ্জিনচালিত তিন চাকার নসিমনে চাপিয়ে এটিকে বাড়িতে নিয়ে যাচ্ছেন এখন। পবা উপজেলা দামকুড়া হাটের সামনের রাস্তা, রাজশাহী, ৮ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়েছে নদী ও খাল-বিলে। মাছও ধরা পড়েছে বেশ। তাই জাল দিয়ে মাছ শিকার করছেন তোরাবালি মিয়া। সরাইল উপজেলার বরইচারা এলাকা একটি বিল, ব্রাহ্মণবাড়িয়া, ৮ অক্টোবর ২০২৩। ছবি: এম মনসুর আলী