নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ের ভিত তৈরি হয় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জুটিতে। দুজনে মিলে ২৭৩ রানের অপরাজিত জুটি গড়েছেন। ম্যাচে দুজনে সেঞ্চুরিও করেছেন। জয়ের পর হাসিমুখে মাঠ ছাড়ছেন কনওয়ে–রবীন্দ্র। ছবি: এএফপি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণে। ম্যাচ হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন জস বাটলার–জনি বেয়ারস্টোরা। ছবি: এএফপি
এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ফিফটি করেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ছবি: এএফপি
ডেভন কনওয়ে–রাচিন রবীন্দ্রর ব্যাটিংয়ে যখন ইংল্যান্ড কোণঠাসা তখন কীভাবে জুটি ভাঙা যায় তা নিয়ে লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে পরামর্শ করছেন অধিনায়ক জস বাটলার। ছবি: এএফপি
২০২৩ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে। সেঞ্চুরি করেই থামেননি। ক্যারিয়ারে প্রথমবার দেড় শ রানের ইংনিসও ছুঁয়েছেন। ১২১ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরে তাঁর সতীর্থ রাচিন রবীন্দ্রও সেঞ্চুরি করেছেন। ছবি: এএফপি
বিশ্বকাপ অভিষেকে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাচিন রবীন্দ্র। সব মিলিয়ে তৃতীয়। ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। ছবি: এএফপি