২ রানের জন্য সেঞ্চুরি পাননি পুরান। তবে ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের ছক্কার রেকর্ড। ১২৮ ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ছক্কা এখন পুরানের। উইন্ডিজদের হয়ে গেইল মেরেছেন ১২৪ ছক্কা। ম্যাচসেরার পুরস্কার হাতে পুরান। ছবি: এএফপি
আফগানিস্তানের ওপর দাপট দেখিয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রানের বিশাল জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে উইন্ডিজ। বোলিংয়েও এমন উচ্ছ্বাস দেখা গেছে ক্যারিবীয় ক্রিকেটারদের। ছবি: এএফপি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন পুরান। শেষ ওভারের চতুর্থ বলে ডিপ কাভারে ঠেলে ২ রান নিতে যান পুরান। তবে ডিপ কাভার এলাকা থেকে আজমতউল্লাহ ওমরজাইয়ের বুলেট থ্রো স্ট্রাইকপ্রান্তে লেগে যায়। ৯৮ রানে আউট হওয়া পুরানকে তাই হয়তো সান্ত্বনা দিচ্ছেন নাভিন। ছবি: এএফপি
প্রথম তিন ম্যাচে ফজলহক ফারুকি নিয়েছেন ১২ উইকেট। বিশ্বকাপের এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো উইকেট পাননি। উপরন্তু ৩ ওভারে খরচ করেছেন ৩৮ রান। ছবি: এএফপি
আফগানিস্তানের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন নিকোলাস পুরান। ৫৩ বলে করেছেন ৯৮ রান। মেরেছেন ৮ ছক্কা ও ৬ চার। ছবি: এএফপি
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যখন রানের বন্যা বইয়ে দেয়, গ্যালারিতে উচ্ছ্বাস না থেকে কী পারে। সেন্ট লুসিয়ায় আজ আফগানিস্তানের বোলারদের তুলোধুনো করেছেন উইন্ডিজ ব্যাটাররা। উইন্ডিজের ইনিংসে হয়েছে ১২ ছক্কা। গ্যালারিতে ভক্ত-সমর্থকেরা দেখিয়েছেন ছক্কার প্ল্যাকার্ড। ছবি: এএফপি