রোদের তেজ উপেক্ষা করে গরুর জন্য তিস্তা নদীর চর থেকে ভুট্টাগাছের পাতা নিয়ে বাড়ি ফিরছেন কৃষক নয়া মিয়া। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা, রংপুর, ১৩ মে ২০২৪। ছবি: আব্দুর রহিম পায়েল
খাবারের সন্ধানে পদ্মা নদীর তীরে নেমেছে শামুকখোল পাখি। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের পদ্মা নদীর পার থেকে তোলা, রাজশাহী, ১৩ মে ২০২৪। ছবি: মিলন শেখ
খেত থেকে সবে মাত্র বোরো ধান কেটে শেষ করা হয়েছে। শ্রমিকেরা জমি থেকে সরে যেতেই জমে থাকা অল্প পানিতে খাবারের সন্ধানে এসেছে এক ঝাঁক সাদা বক। হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর এলাকা থেকে তোলা, ময়মনসিংহ, ১৩ মে ২০২৪। ছবি: মো. জাকিরুল ইসলাম
road
জেলেরা মাছ ধরার পরে ঘাটে নৌকা বেঁধে বাড়ি ফিরছে। গোদাগাড়ী উপজেলা চর আষাড়িয়াদহ ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে তোলা, রাজশাহী, ১৩ মে ২০২৪। ছবি: মিলন শেখ