মাচার ওপরে শিম গাছে ফুটেছে সাদা ও বেগুনি রঙের ফুল। পাশেই বাঁশের ওপর বসে আছে ঘুঘু। রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর এলাকা, গোদাগাড়ী রাজশাহী, ১৭ সেপ্টেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
আমন ধানের চারা লাগানো হয়েছে। সেখানে পুতে রাখা বাঁশের কঞ্চিতে বসে খাবারের সন্ধান করছে চারটি পাখি। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদম শহর এলাকা, রাজশাহী, ১৭ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ।
মাচার ওপরে শিম গাছে সাদা ও বেগুনি রঙা ফুল ফুটেছে। পাশেই বাঁশের ওপর বসে আছে একটি ঘুঘু পাখি। গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর এলাকা, রাজশাহী, ১৭ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
ঘাস মারিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন মানুষ। সামনেই জমিতে গাদা করে রাখা হয়েছে খর। এখানে-সেখানে চরে বেড়াচ্ছে গরু। আর গাছগাছালির ওপরে দেখা যাচ্ছে শরতের নীল আকাশ। সব মিলিয়ে আবহমান বাংলার গাঁয়ের চিরচেনা রূপ। ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের করজোনা গ্রাম, মানিকগঞ্জ, ১৭ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক