ঋতুচক্রে এখনো শীতকাল না এলেও শীতের আমেজ পাওয়া যাচ্ছে। সকালে ভাপা পিঠা বানানোর জন্য আমেনা বেগম যাঁতা দিয়ে চাল পিষছেন। একটি ভাপা পিঠা বিক্রি করবেন পাঁচ টাকা থেকে ছয় টাকা দামে। নগরীর হড়গ্রাম পূর্বপাড়ার সিটি বাইপাস এলাকা, রাজশাহী, ৯ নভেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
মাঠে মাঠে কৃষকের এখন ব্যস্ততা। ধান কাটা, জমিতে হালচাষ এমন নানা কাজে দম ফেলার ফুরসত নেই তাঁদের। এক কৃষককে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করতে দেখা যাচ্ছে। সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি এলাকা, মানিকগঞ্জ, ৯ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
জমির মাঝখানের আল ধরে সারবেঁধে দাঁড়িয়ে আছে তাল গাছ। এদিকে সরিষা আবাদে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকেরা। ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রাম, মানিকগঞ্জ, ৯ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক