ছবিতে ছবিতে আফগানিস্তান-উগান্ডা একপেশে ম্যাচ

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৭: ২২
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৯: ৩৮
Thumb
আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে উগান্ডার ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। উইকেট নেওয়ার পর আফগান ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি
৯ রানে ফজলহক ফারুকি নিয়েছেন ৫ উইকেট। তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং তো অবশ্যই। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানেরও সেরা বোলিং। ছবি: এএফপি
১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান করে ১৫২ রান। ২০০ রান তো তখন ছিল হাতছোঁয়া দূরত্বে। তবে শেষ ৬ ওভারে ৩১ রানে ৫ উইকেট উগান্ডা তুলে নিয়ে ২০০ এর ধারেকাছেও যেতে পারেনি আফগানরা। ছবি: এএফপি
দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়েন ১৫৪ রানের জুটি। গুরবাজ ও জাদরান করেছেন ৭৬ ও ৭০ রান। টি-টোয়েন্টিতে এটা আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ছবি: এএফপি
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। উগান্ডার ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের গ্যালারিতে। ছবি: এএফপি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত