বেজে গেছে বিশ্বকাপের দামামা। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: এএফপি
৬.৩ ওভারে যুক্তরাষ্ট্রের স্কোর যখন ২ উইকেটে ৪২ রান, তখন দলের হাল ধরেন অ্যারন জোন্স (ডানে)। জোন্সের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হার মেনেছে কানাডা। ম্যাচ শেষে জোনসকে অভিনন্দন জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। ছবি: এএফপি
৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি জোনস। তবু কানাডার বোলারদের ওপর যে তান্ডব চালিয়েছেন তিনি, স্বাভাবিকভাবেই তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে ৯৪ রান করে অপরাজিত থেকেছেন। ছবি: এএফপি
ক্যাচ মিস তো ম্যাচ মিস—কানাডার নিখিল দত্ত এই প্রবাদের বাস্তবতা টের পেলেন হাড়ে হাড়ে। তাঁর ক্যাচ মিসের সুযোগ ভালোমতোই কাজে লাগিয়েছেন অ্যারন জোনস। জোনসের বিধ্বংসী ব্যাটিংয়েই যুক্তরাষ্ট্র পেয়েছে সহজ জয়। ছবি: এএফপি
কানাডাকে হেসেখেলে হারানোর পর ফুরফুরে মেজাজে যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ভক্ত-সমর্থকদের সঙ্গে সেলফি তুলেছেন প্যাটেল। ছবি: এএফপি