গ্রাম থেকে শহরের বাজারে বিক্রির জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রসুন। এ সব রসুন পাইকারি দামে প্রতি মণ বিক্রি হবে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায়। রংপুর-দিনাজপুর মহাসড়ক থেকে তোলা, ১৩ আগস্ট ২০২৪। ছবি: আব্দুর রহিম পায়েল
জমিতে আমন ধানের চারা লাগিয়েছেন কৃষক। এখন সেখানে সার ছিটাচ্ছেন। গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন দুল্লার বিল থেকে তোলা, রাজশাহী, ১৩ আগস্ট ২০২৪। ছবি: মিলন শেখ
লতানো গাছ ঝুমকো লতা। বনে ও জংলা জায়গায় হয়। ফুলের রঙে সাদা ও বেগুনির মিশেল থাকে। একটি ঝুমকো লতা গাছে ফুল ফুটে থাকতে দেখা যাচ্ছে। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৩ আগস্ট ২০২৪। ছবি: মিলন শেখ