পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর পরে সেগুলো সেতুর দুপাশে শুকাতে দিয়েছেন এক কৃষক। চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়াকয়ড়া পাড়া এলাকা, পাবনা, ২৬ আগস্ট। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য।
চারপাশে ধান খেতের মাঝখানে এক বিল। আর সেখানে ফুটেছে পদ্ম ফুল । গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন চাপাল রাজাবাড়ী এলাকা, রাজশাহী, ২৬ আগস্ট। ছবি: মিলন শেখ।
চারপাশে ধান খেতের মাঝখানে এক বিল। আর সেখানে ফুটেছে পদ্ম ফুল । গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন চাপাল রাজাবাড়ী এলাকা, রাজশাহী, ২৬ আগস্ট। ছবি: মিলন শেখ।
বহুদূর বিস্তৃত ফসলের খেত। তারপর গাছপালার সারি। আর শরতের নীল আকাশজুড়ে নানা আকৃতি নিয়ে ভেসে আছে সাদা মেঘ। সব মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক দৃশ্যের। ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া এলাকা, মানিকগঞ্জ, ২৬ আগস্ট । ছবি: আব্দুর রাজ্জাক