আম বাগানের মধ্যে লাগানো হয়েছে ধনচে গাছ। সকাল থেকে সে গাছ কাটছেন কৃষকেরা। প্রতি মণ ২৫০ থেকে ৩০০ টাকা করে বিক্রি হয় এই ধনচে। নগরীর মেহেরচন্ডীর কড়ইতলা পশ্চিমপাড়ার একটি আম বাগান, ২ নভেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
হেমন্তে হালকা কুয়াশাচ্ছন্ন সকালে ধোঁয়া ওঠা ভাপা ও চিতই পিঠা খেতে অস্থায়ী এক পিঠার দোকানে ভিড় জমেছে মানুষের। খেজুর গুড় আর নতুন চালের গুঁড়া দিয়ে তৈরি হয় এসব পিঠা। ঘিওরে পঞ্চ রাস্তা মোড়ে বসে বেশ কয়েকটি অস্থায়ী পিঠার দোকান। ঘিওর, মানিকগঞ্জ, ২ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
হেমন্তের কুয়াশাচ্ছন্ন ভোরে জড়োসড়ো হয়ে গাছের ডালে বসে আছে জাতীয় পাখি দোয়েল। বেতগাড়ী ইউনিয়নের ধনতোলা এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল
আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। উন্নত ও আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ায় বরাবরের মতো এবারও আলু চাষ করছেন মানিকগঞ্জের অনেক কৃষক। ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকা, মানিকগঞ্জ, ২ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
দু’পাশে ফসলের মাঠ, মাঝখান দিয়ে চলে গেছে পাকা সড়ক। সড়কের পাশে সারবেঁধে দাঁড়িয়ে আছে তালগাছ। এর সঙ্গে আকাশের নীল মিলে তৈরি হয়েছে অসাধারণ এক দৃশ্যের। বরংগাইল-ঘিওর সড়কের দোতরা এলাকা, মানিকগঞ্জ, ২ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক