রাঁধা রানীর বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের ধামুর গ্রামে। কাকডাকা ভোরে বাইসাইকেল চালিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কচুশাক, কলারফুলসহ বিভিন্ন শাক-সবজি সংগ্রহ করে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো আজও এসব সবজি সংগ্রহের জন্য বের হয়েছেন। গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে তোলা, ১৮ আগস্ট ২০২৪। ছবি: আব্দুর রহিম পায়েল।
পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে মাছ ধরার ফাঁদ নৌকায় তুলছেন জেলেরা। তারপর মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে যাবেন বিক্রি করতে। রায়পুরার মুছাপুরের বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ১৮ আগস্ট ২০২৪। ছবি: হারুনূর রশিদ
পাট গাছে জাগ দেওয়া হয়েছে। এবার পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় পার করছে গ্রামীণ নারীরা। পবা উপজেলা হরিয়ান ইউনিয়নের কুখুন্ডী গ্রাম থেকে তোলা, রাজশাহী, ১৮ আগস্ট ২০২৪। ছবি: মিলন শেখ
গ্রামীণ মেঠো পথ ধরে জমিতে উৎপাদিত সবজি মাথায় করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছে এক বালক। রায়পুরার পূর্বহরিপুর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ১৮ আগস্ট ২০২৪। ছবি: হারুনূর রশিদ