বৃষ্টিতেও থেমে নেই জীবিকার চাকা। টিকাটুলি, ঢাকা, ২৪ আগস্ট ২০২৩। ছবি: হাসান রাজা
ঝিরি ঝিরি বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। বৃষ্টিতে ভিজেই যেতে হচ্ছে গন্তব্যে। টিকাটুলি, ঢাকা, ২৪ আগস্ট ২০২৩। ছবি: হাসান রাজা
ঘাসে ভরে গেছে জমি। নতুন আবাদ করার জন্য তাই কীটনাশক স্প্রে করে নষ্ট করা হচ্ছে ঘাস। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকা, রাজশাহী, ২৪ আগস্ট। ছবি: মিলন শেখ।
চারদিকে থই থই পানি। তাই দেখা দিয়েছে গরুর খাবারের সংকট। দরিদ্র মানুষদের পক্ষে গো-খাদ্য কেনাও সম্ভব হয় না। বাধ্য হয়ে হাঁটু পানিতে নেমে গরুর জন্য ঘাস সংগ্রহ করছেন এক নারী। গঙ্গাচড়ার ঘোনটারী এলাকা, রংপুর, ২৪ আগস্ট। ছবি: আব্দুর রহিম পায়েল
নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই থমকে দাঁড়াবেন। শরতের আকাশ, নদী আর তার বুকে ভাসতে থাকা নৌকা মিলিয়ে অসাধারণ এক দৃশ্যের জন্ম দিয়েছে। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৪ আগস্ট। ছবি: আব্দুর রাজ্জাক
ঘাসে ভরে গেছে জমি। নতুন আবাদ করার জন্য তাই কীটনাশক স্প্রে করে নষ্ট করা হচ্ছে ঘাস। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকা, রাজশাহী, ২৪ আগস্ট। ছবি: মিলন শেখ।
জমি থেকে কাটা হয়েছে পাট। এবার জাগ দেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। পবা উপজেলার হুজুরী পাড়া ইউনিয়ন এলাকার একটি রাস্তা, রাজশাহী, ২৪ আগস্ট। ছবি: মিলন শেখ।