ছবিতে ছবিতে আফগানিস্তানের ‘অস্ট্রেলিয়া বধের’ গল্প

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫: ৪৯
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৫: ১৯
থাম্ব
১৪৯ রানের লক্ষ্য হলেও স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। আফগানিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। আফগান ক্রিকেটারদের এমন উচ্ছ্বাস করতে দেখা গেছে বারবার। ছবি: এএফপি
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে শতরান বেশ পরিচিত দৃশ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ১১৫ রানের জুটি গড়েছেন দুই আফগান ওপেনার ইবরাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটি খেলেছে ৯৫ বল। ছবি: এএফপি
৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গুলবদিন নাইব। ম্যাক্সওয়েলের পাশাপাশি মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, প্যাট কামিন্স—চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নাইব বলতে গেলে অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। ম্যাচ শেষে এভাবেই নিজের মাংসপেশি দেখিয়েছেন নাইব।
প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন প্যাট কামিন্স। বাংলাদেশের পর আজ আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক। দুইটা হ্যাটট্রিকই কামিন্স পেয়েছেন দুই ওভার মিলে। ছবি: এএফপি
: উদ্বোধনী জুটিতে রান হলেও আফগানিস্তানের ইনিংস ভেঙে গেছে তাসের ঘরের মতো। ২৩ রানে হারিয়েছে ৬ উইকেট। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করতে পেরেছে আফগানরা। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার উল্লাস। ছবি: এএফপি
মোহাম্মদ নবী লং অনে ক্যাচ ধরতেই ইতিহাস গড়ে ফেলে আফগানিস্তান। ‘রূপকথার গল্প’ লেখার পর আফগান ক্রিকেটারদের ছিল বাধভাঙা উল্লাস। ছবি: এএফপি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত