বর্ষা মৌসুমে মাছ শিকার ও কচুরিপানা সংগ্রহের জন্য এই নৌকাগুলো ব্যবহার করেন স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা। এখন কাজ না থাকায় নালার সামান্য পানিতে ফেলা রাখা হয়েছে। ভাঙ্গুড়ার ভবানীপুর এলাকা, পাবনা, ১৩ মার্চ ২০২৪। ছবি: মো. মনিরুজ্জামান ফারুক
আম গাছ ভরে গেছে মুকুলে। কদিন পর এসব মুকুল ফুটে খুদে আম বের হবে। আটপাড়া উপজেলা, নেত্রকোনা, ১৩ মার্চ ২০২৪। ছবি: ফয়সাল চৌধুরী
পাঁচ হাজার টাকা খরচ করে পেঁয়াজ ও বেগুন চাষ করেছেন চরের কৃষক আব্দুর রাজ্জাক। ভবিষ্যতে এগুলো বিক্রি করে ভালো লাভের আশা করছেন। অতি যত্নে পেঁয়াজ ও বেগুন গাছের নিড়ানি দিতে দেখা যাচ্ছে তাঁকে। কামারখন্দ উপজেলার নুর নগর এলাকা, সিরাজগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪। ছবি: আব্দুল্লাহ আল মারুফ
মাছ, মাংসের দামের ঊর্ধ্বগতির কারণে গ্রামের সাধারণ মানুষের কাছে এখন ডিমের চাহিদা বেশি। এই ডিম বিক্রেতা ভারে করে ডিম নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করেন। সরাইল উপজেলার বরইচারা এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, ১৩ মার্চ ২০২৪। ছবি: এম মনসুর আলী
বট গাছের ফল পেকেছে। আর সে ফল খাচ্ছে একটি পাখি। নগরীর দরগাপাড়া এলাকা, রাজশাহী, ১৩ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ