আর কয়েক দিন পরে গাছ থেকে নামানো হবে বোম্বাই লিচু। বাগানে থোকায় থোকায় ঝুলছে এখন। বাগানের এক কর্মচারীকে লিচু গাছে পানি দিতে দেখা যাচ্ছে। নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৯ মে ২০২৪। ছবি: মিলন শেখ
আর কয়েক দিন পরে গাছ থেকে নামানো হবে বোম্বাই লিচু। বাগানে থোকায় থোকায় ঝুলছে এখন। বাগানের এক কর্মচারীকে লিচু গাছে পানি দিতে দেখা যাচ্ছে। নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৯ মে ২০২৪। ছবি: মিলন শেখ
মানিকগঞ্জের আউশ ধানের স্থানীয় আদি জাত কালো মানিক ও পারেঙ্গী। অপেক্ষাকৃত নিচু জমিতে, যেখানে পানি জমে থাকে সেখানে এ ধানের আবাদ করেন কৃষকেরা। সার, রাসায়নিক ছাড়ায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। আনন্দের সঙ্গে করছেন ধান মাড়াই। বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রাম, ঘিওর, মানিকগঞ্জ, ১৯ মে,২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
দেখে আস্ত একটি ফুল মনে হলেও আসলে তা নয় মোটেই। বরং অনেকগুলো ফুলের সমন্বয়ে এ রূপ। দারুণ সুন্দর এ ফুলের নাম মে ফ্লাওয়ার। নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৯ মে ২০২৪। ছবি: মিলন শেখ
দেখে আস্ত একটি ফুল মনে হলেও আসলে তা নয় মোটেই। বরং অনেকগুলো ফুলের সমন্বয়ে এ রূপ। দারুণ সুন্দর এ ফুলের নাম মে ফ্লাওয়ার। নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৯ মে ২০২৪। ছবি: মিলন শেখ
জ্যৈষ্ঠের গরমে ওষ্ঠাগত প্রাণ। এমন হাঁসফাঁস অবস্থায় একটুখানি প্রাণ জুড়াতে একদল শিশু-কিশোরেরা নেমেছে পুকুরে। কাঠফাটা দুপুরে চলছে তাদের দুরন্তপনা। কেউবা পুকুরের বাঁধানো ঘাটের ওপর থেকে লাফিয়ে পড়ছে পানিতে। কেউবা পানিতে সাঁতার কাটছে। সিঙ্গাইর পৌর সদরের উপজেলা পরিষদের পুকুরপাড়, মানিকগঞ্জ, ১৯ মে,২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক