বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন অঞ্চলে জারুল দেখা যায়। এই উদ্ভিদ ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ। জারুলের বৈজ্ঞানিক নাম লেজারস্ট্রোমিয়া স্পেসিওসা। জারুলের বেগুনি রঙের ফুল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ছবিটি রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে তোলা, ২০ জুন ২০২৪। ছবি: মিলন শেখ
মধুমালতী লতানো জাতের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম কুইসকুয়ালিস ইন্ডিকা। লাল-সাদা-কমলা রং মেশানো মধুমালতীর ফুলে গন্ধ ভরপুর। পাঁচটি পাপড়ি রয়েছে। অনেকে এই ফুলকে মধুমঞ্জরি নামে চেনেন। ছবিটি রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকা থেকে তোলা, ২০ জুন ২০২৪। ছবি: মিলন শেখ
ঈদের ছুটি শেষ হলেও বিনোদন কেন্দ্রগুলোয় এখনো দেখা যায় শিশুদের উপস্থিতি। রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চের পাশে একটি পার্ক থেকে তোলা। ছবি: মিলন শেখ