হেমন্তের শুরুতেই উত্তরের জেলাগুলোয় শীতের আভাস পাওয়া যাচ্ছে। হালকা কুয়াশায় ঢাকা পড়া তিস্তায় সকালে নৌকা দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর এলাকার নদী, রংপুর, ১৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল
বরেন্দ্র অঞ্চলে পাকা ধানে হলুদ হয়ে উঠেছে মাঠ। সেই হলুদের রাজ্যে দাঁড়িয়ে আছে দুটি তালগাছ। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সুলিতলা গ্রাম, ১৯ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ।
হেমন্তের শুরুতেই উত্তরের জেলাগুলোয় শীতের আভাস পাওয়া যাচ্ছে। কুয়াশার হালকা চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। সকালে শহর থেকে গ্রামে ছুটছেন পুরোনো কাপড়ের ব্যবসা করা এক ব্যক্তি। গ্রামে এসব কাপড়ের ভালো চাহিদা আছে। নগরীর উত্তম এলাকা, রংপুর, ১৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল
হেমন্ত মানেই শীতের পূর্বাভাস। হেমন্তের রূপালি শিশিরবিন্দু চোখে পড়তে শুরু করেছে গাছের চিরল পাতায়, সবুজ ঘাসে। ঘিওরের বানিয়াজুরী এলাকা, মানিকগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
কাশফুলের সুবাস নেই। মালাও গাঁথা যায় না। ফুলদানিতেও শোভা পায় না। তবু শরতে-হেমন্তে মাঠে, নদীর পাড়ে কিংবা চরের সাদা কাশবনের মনোরম সৌন্দর্য মানুষকে মোহাবিষ্ট করে। এমনি এক কাশবনে খেলা করছে দুই শিশু। জাফরগঞ্জের যমুনা নদীর চর, মানিকগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক