এক সময় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ছিল ঢেঁকি। ধান ভানা, চিড়া কুটা, চালের গুঁড়োর মতো নানা কাজে ব্যবহৃত হতো। এক দশক আগেও গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ছিল এটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক যন্ত্রপাতির কাছে ম্লান হয়ে গেছে ঢেঁকির ব্যবহার। বাড়ির উঠানে ঢেঁকিতে বউ-শাশুড়ি চালের গুঁড়া তৈরিতে ব্যস্ত। এমন দৃশ্য এখন যেন বিরল। নালী গ্রাম, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ৯ অক্টোবর। ছবি: আব্দুর রাজ্জাক
ভারতের উত্তর সিকিমে চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় তিস্তা নদীর বাংলাদেশের অংশেও হঠাৎ পানি বেড়ে যায়। পানি কমলেও এখন পর্যন্ত ঘোলা পানি রয়েই গেছে। এই ঘোলা পানির কারণে প্রতিদিনই স্থানীয়দের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন জাতের মাছ। সকালে নদীতে জেলেদের মাছ শিকার করতে দেখা যাচ্ছে। গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকার তিস্তা নদী, রংপুর, ৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন এসেছে যানবাহনের। পশু টানা গাড়ির পরিবর্তে এসেছে যান্ত্রিক যানের। বর্তমানে গাঁয়ের মেঠো পথেও দেখা মেলে না পশু টানা গাড়ির। আর যদিও তা দেখা যায় নিতান্তই ব্যতিক্রম। চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেকে এখনো পণ্য পরিবহনের জন্য ঘোড়াকে ব্যবহার করে থাকেন। পণ্য বোঝাই গাড়ি টেনে নিচ্ছে ঘোড়া, নতুন নির্মাণাধীন রাস্তার বালুতে আটকে পড়েছে গাড়ি। স্থানীয়রা ঘোড়ার গাড়ি ঠেলে তুলছেন। বাইলজুড়ী চকপাড়া এলাকা, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ৯ অক্টোবর। ছবি: আব্দুর রাজ্জাক
খাবারের সন্ধানে কলার থোরে এসে বসেছে কাঠকুড়ালি। সুচালো ঠোঁট দিয়ে ফুলে ঠোকর দিয়ে খাচ্ছে খাবার। অনেকে আবার এই পাখিকে কাঠঠোকরাও বলে থাকেন। রাথুরা গ্রাম, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ৯ অক্টোবর। ছবি: আব্দুর রাজ্জাক
আমন ধানে শীষ এসেছে। তার ওপরে বসে আছে একটি ফড়িং। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর এলাকা, রাজশাহী, ৯ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
ভারতের উত্তর সিকিমে চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় তিস্তা নদীর বাংলাদেশের অংশেও হঠাৎ পানি বেড়ে যায়। পানি কমলেও এখন পর্যন্ত ঘোলা পানি রয়েই গেছে। এই ঘোলা পানির কারণে প্রতিদিনই স্থানীয়দের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন জাতের মাছ। সকালে নদীতে এক জেলেকে মাছ শিকার করতে দেখা যাচ্ছে। গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকার তিস্তা নদী, রংপুর, ৯ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।