পদ্মা নদীর পানিতে জমে আছে কচুরিপানা। সেই কচুরিপানার ওপর বসে মাছ শিকার করছে একটি বক। নগরীর দরগাপাড়া এলাকার পদ্মা নদী, রাজশাহী, ১২ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
সকালের মিষ্টি রোদে গা শুকাতে একটি ড্রাগন গাছের ডগায় বসেছে একটি ফড়িং। নগরীর বুড়িরহাট এলাকা, রংপুর। ছবি: আব্দুর রহিম পায়েল
পাট, নৌকা ও গরুর হাট হিসেবে নাম আছে ঘিওর হাটের। ধলেশ্বরী ও ইছামতী নদীর মোহনায় অবস্থান এর। হাটে পাট বেচাকেনায় ব্যস্ত সময় পাড় করতে দেখা যাচ্ছে কৃষক ও পাইকারদের। ঘিওর উপজেলা সদর, মানিকগঞ্জ, ১২ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
রান্না করার জন্য বিভিন্ন স্থান থেকে বাঁশের কঞ্চি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এক বেদে নারী। তাঁর পাশে এক বেদে কিশোরী ও সামনে কোলে শিশু নিয়ে হাঁটছেন অপর এক বেদে নারী। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর এলাকা, রংপুর, ১২ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
আঁশ ছাড়ানো পাটকাঠিগুলো চর থেকে নৌকায় তুলছেন কৃষকেরা। এগুলো তাঁরা নিয়ে যাবেন বাড়িতে। পরে বিক্রি করবেন বাজারে। নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকার নদীর চর, রাজশাহী, ১২ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
আঁশ ছাড়ানো পাটকাঠিগুলো চর থেকে নৌকায় তুলছেন কৃষকেরা। এগুলো তাঁরা নিয়ে যাবেন বাড়িতে। পরে বিক্রি করবেন বাজারে। নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকার নদীর চর, রাজশাহী, ১২ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ