থোকায় থোকায় ঝুলছে মালবেরি। পুরো গাছেই শোভা পাচ্ছে লাল ও কালো লম্বাটে ছোট ছোট অসংখ্য মালবেরি ফল। বিদেশি উচ্চমূল্যের পুষ্টিগুণসম্পন্ন মালবেরি ফল পরীক্ষামূলকভাবে চাষ করছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার দোতরা এলাকার এক কৃষক। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ১১ আগস্ট ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
সড়কের পাশে ফুটেছে দৃষ্টিনন্দন অর্কিড ফুল। বৃষ্টিভেজা দিনে বেগুনি রঙের এই ফুল দেখলে যে কারও মন ভালো হয়ে যায়। ছবিটি রাজশাহী সদরের কাদেরগঞ্জ এলাকা থেকে তোলা। ১১ আগস্ট ২০২৩। ছবি: মিলন শেখ
বর্ষায় প্রফুল্ল প্রকৃতিতে ফোটে নানা রকমের ফুল। তবে বৃষ্টি হলেই রেইন লিলি ফুল ফুটে ছেয়ে যায় বাগান। স্থানীয়রা এই ফুলকে পেঁয়াজ ফুল, রসুন ফুল, ঘাস ফুল নামেও চেনেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর থেকে তোলা। ১১ আগস্ট ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক