সকাল থেকেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল নগরবাসী। দুপুরের দিকে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। এতে খানিকটা স্বস্তি পায় মানুষ। কিন্তু বিপাকে পড়েন খেটে খাওয়ারা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ১১ সেপ্টেম্বর ২০২৩। ছবি: জাহিদুল ইসলাম।
শরতের আকাশের নীল রং মেখে আছে নদীর জলে। মৃদু ঢেউয়ের তালে দুলছে ঘাটে বাঁধা নৌকাগুলি। শিবালয়ের আরিচা ঘাটের কাছে যমুনা নদী, মানিকগঞ্জ, ১১ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
জাগ দেওয়ার পর ধুয়ে ছাড়ানো হয়েছে পাটের আঁশ। সে আঁশ রোদে শুকানোর জন্য বাঁশে সাজাচ্ছেন কৃষক। চারঘাট উপজেলার ইউসুফ ইউনিয়নের একটি এলাকা, রাজশাহী, ১১ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ