মাঠে মাঠে ফুটতে শুরু করেছে ধবধবে সাদা, কোমল কাশফুলেরা। ঋতু বদলের খেলায় এখন যে শরতের পালা চলছে তারই যেন জানান দিচ্ছে এরা। মানিকগঞ্জ সদরের নয়াকান্দি এলাকা। ছবি: আব্দুর রাজ্জাক
বর্ষা পেরিয়ে এখন চলছে শরৎকাল। কামিনী ফুল ফুটার জন্য এটা আদর্শ সময়। তাই গাছ ভরে গেছে কামিনী ফুলে, ছড়াচ্ছে মিষ্টি সুবাস। আর সেখানে মধু আহরণ করতে চলে এসেছে মৌমাছি। নগরীর তালাইমারী মোড়, রাজশাহী, ২ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ।
বর্ষা পেরিয়ে এখন চলছে শরৎকাল। কামিনী ফুল ফুটার জন্য এটা আদর্শ সময়। তাই গাছ ভরে গেছে কামিনী ফুলে, ছড়াচ্ছে মিষ্টি সুবাস। আর সেখানে মধু আহরণ করতে চলে এসেছে মৌমাছি। নগরীর তালাইমারী মোড়, রাজশাহী, ২ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ।
শরতের নীল আকাশে খেলা করছে টুকরো টুকরো সাদা মেঘেরা। এর সঙ্গে গ্রামীণ মেঠো পথ, গাছ-গাছালি আর ইছামতীর শাখা খাল মিলিয়ে জন্ম দিয়েছে অসাধারণ এক সৌন্দর্যের। ঘিওর উপজেলার ঘিওর-ভররা সড়কের ঠাকুরকান্দি এলাকা, মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক।