নরসিংদীতে সবজির চাষ হয় বেশি। স্থানীয় চাষিরা উৎপাদিত সবজি বিক্রির জন্য ভ্যানে করে হাটে নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা দরদাম করে কিনে নিচ্ছেন এ সবজি। ঢাকা-সিলেট মহাসড়কে কেনাবেচা হওয়ায় এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খামারেরচর এলাকা থেকে, নরসিংদী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: হারুনূর রশিদ
হেমন্ত শুরু হয়েছে সবে। তবে গ্রামে শীতের আমেজ চলে এসেছে। এর মধ্যে সকাল সকাল শিউলি ফুল কুড়িয়েছে চার শিশু। মুখ ভরা হাসি নিয়ে সেই শিউলি ফুল দেখাচ্ছে এখন। গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তোলা,রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
হেমন্ত শুরু হয়েছে সবে। তবে গ্রামে শীতের আমেজ চলে এসেছে। এর মধ্যে সকাল সকাল শিউলি ফুল কুড়াতে দেখা যাচ্ছে চার শিশুকে। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
হেমন্ত শুরু হয়েছে সবে। তবে গ্রামে শীতের আমেজ চলে এসেছে। এর মধ্যে সকাল সকাল শিউলি ফুল কুড়াতে দেখা যাচ্ছে চার শিশুকে। গোদাগাড়ীউপজেলার রিশিকুল ইউনিয়নের বাবুপাড়া থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
সাত সকালে কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছে। এই কুয়াশার মধ্যেই আগাম শীতকালীন সবজি চাষের জন্য পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক। রায়পুরার পূর্বহরিপুর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ২১ অক্টোবর ২০২৪ । ছবি: হারুনূর রশিদ
দেশি পেটারি গুল্মজাতীয় উদ্ভিদ। এদের হলুদ ফুল দেখতে ভারি সুন্দর। পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
সাত সকালে কুয়াশা গ্রামীণ প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে। এই কুয়াশায় আমন ধানের শিষে জমা হয়েছে শিশির বিন্দু। রায়পুরার পূর্বহরিপুর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: হারুনূর রশিদ
বরেন্দ্র অঞ্চলে জিরা ধান পেকে গেছে। কৃষকেরা সকাল থেকে ধান কাটছেন। হাসি মুখে কাটা ধান হাতে দাঁড়িয়ে আছেন এক কৃষক। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর স্টেশনে এলাকা থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
বরেন্দ্র অঞ্চলে জিরা ধান পেকে গেছে। কৃষকেরা সকাল থেকে ধান কাটছেন। হাসি মুখে কাটা ধান হাতে দাঁড়িয়ে আছেন এক কৃষক। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর স্টেশনে এলাকা থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ
দেশি পেটারি গুল্মজাতীয় উদ্ভিদ। এদের হলুদ ফুল দেখতে ভারি সুন্দর। পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকা থেকে তোলা, রাজশাহী, ২১ অক্টোবর ২০২৪। ছবি: মিলন শেখ