দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে হাত খুলে খেলতে দেয়নি বাংলাদেশ। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের হাতে দেখা গেছে বাঘের পোস্টার। ছবি: এএফপি
এক ফ্রেমে দুই সাকিব। সাকিব আল হাসান ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি। তানজিম সাকিব ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৪ রান খরচ করে জুনিয়র সাকিব নেন ১ উইকেট। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ছবি: এএফপি
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ রিশাদ হোসেন রাঙিয়েছেন নিজের মতো করে। ৪ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ছবি: এএফপি
২৪ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে তাওহীদ হৃদয় ছক্কা মেরেছেন ৪ টি। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস তাকিয়ে তাকিয়ে দেখছেন। ছবি: এএফপি
তৃতীয় ওভারের প্রথম দুই বলে তাসকিন আহমেদকে চার মেরেছেন কুশল মেন্ডিস। পরের বলেই কুশলকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন। বিপজ্জনক হয়ে ওঠার আগে মেন্ডিসকে ফেরানোয় উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: এএফপি
১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন ঢাল হয়ে। ম্যাচ শেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
দুই এশিয়ান দলের লড়াই বলে কথা। বাংলাদেশের জন্য তা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে এলবিডব্লুর আবেদন হলেও আম্পায়ার সাড়া দেননি। শ্রীলঙ্কা নিয়েছে রিভিউ। রিভিউর সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান ক্রিকেটাররা। ছবি: এএফপি