মাঠে মাঠে কাটছে ধান। ধান কাটার পর মাঠে মহিষ চড়াচ্ছে এক ব্যক্তি। মহিষের পিঠে বসে আছে মালিক আর আপন মনে ঘাস খাচ্ছে মহিষ। গোদাগাড়ী, রাজশাহী, ১১ মে ২০২৪। ছবি: মিলন শেখ
রাতের এক পশলা বৃষ্টির পর সতেজ প্রকৃতি। পিচঢালা সড়কের দু’পাশে সবুজ গাছের মাথায় ওপর দিয়ে ফুটে আছে রক্তিম কৃষ্ণচূড়ার থোকা থোকা ফুল। প্রকৃতির এই রূপ নিসর্গপ্রেমীদের দারুণভাবে মোহিত করে। বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকা, মানিকগঞ্জ, ১১ মে,২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
মাঠে মাঠে পাকতে শুরু করেছে ধান। ফলনও হয়েছে ভালো। সকাল থেকে দল বেধে ধান কাটছেন কৃষি শ্রমিকেরা। ছাইকোলা ইউনিয়নের বিলে, চাটমোহর, পাবনা, ১১ মে,২০২৪। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার
ছাউনির নিচে স্তূপ করে রাখা সুপারি। কয়েকটি বস্তায় তা ভরে রাখাও হয়েছে। খুচরা বিক্রেতাদের থেকে পাইকারি বাজার মূল্যে কেনা এসব সুপারি দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য বস্তায় ভরছেন পাইকারি ব্যবসায়ী আব্দুল মান্নান। হরিপুর বাজার, চাটমোহর, পাবনা, ১১ মে,২০২৪। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার