ধান গাছের শীষে পাক ধরেছে। ফলন ঘরে তুলতে যে কোন সময় এসব গাছ কাটবে কৃষক। পাকা শীষে ফড়িংয়ের বসে থাকা যেন সৌন্দর্য বাড়িয়েছে প্রকৃতির। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন, রাজশাহী, ৪ মে,২০২৪। ছবি: মিলন শেখ
বাংলাদেশে প্রায় ১১ প্রজাতির মৌটুসি আছে। এই পাখি বনাঞ্চলে, বাগানে ও ঝোপঝাড়ে শিকারি খোঁজে। কালো রঙের মৌটুসি বাবলা গাছের ডালে পোকা-মাকড় খুঁজে খাচ্ছে। পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন, রাজশাহী, ৪ মে,২০২৪। ছবি: মিলন শেখ
বাজারে উঠতে শুরু করেছে লিচু। বাগান থেকে ফল কিনে এনে বাছাই করছেন পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা প্রতি ১০০ লিচু ৪০০ টাকা দরে বাজারে বিক্রি করবেন। ফ্লাইওভারের নিচে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ মে,২০২৪। ছবি: মিলন শেখ