সকাল হতেই খাবারের সন্ধানে বেরিয়েছে একটি সাদা বক। খাবারও জুটে গেছে সরিষা খেতে। মজা করে তাই খাচ্ছে। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটি খেত, রাজশাহী, ১৭ ডিসেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
পৌষের রোদমাখা মিষ্টি সকাল। সরিষা ফুলে হলুদ হয়ে গেছে মাঠ। বিজয় দিবসের দিন সেই হলুদ সরিষা খেতের আইল ধরে দৌড়ে যেতে দেখা যায় কয়েকটি শিশুকে। মাথায় তাদের বিজয় দিবসের ক্যাপ। ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রাম, মানিকগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
সকাল হতেই খাবারের খোঁজে মাঠে নেমেছে একটি ভুবন চিল। পবা উপজেলা হরিপুর ইউনিয়নের একটি মাঠ, রাজশাহী, ১৭ ডিসেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ