গবাদিপশু জন্য রেললাইনের ধার থেকে ঘাস কেটেছেন এক কৃষক। এখন ওগুলো মাথায় করে রেললাইন ধরে হেঁটে বাড়ি নিয়ে যাচ্ছেন। পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন বেলপুকুর রেল ক্রসিংয়ের সামনে থেকে তোলা, রাজশাহী, ১৫ জুলাই ২০২৪। ছবি: মিলন শেখ
ব্রুনফেলসিয়া ফুল বাংলায় বিচিত্রা নামে পরিচিত। ফুল প্রথমে বেগুনি থাকলেও পরে নীলচে গোলাপি এবং একপর্যায়ে সাদা হয়ে যায়। নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তোলা, রাজশাহী, ১৫ জুলাই ২০২৪। ছবি: মিলন শেখ
টানা কয়েক দিনের বৃষ্টিতে শাক-সবজির জমির কিছুটা ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে সম্প্রতি চাষ করা লাল শাক খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক। রায়পুরার পূর্বহরিপুর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ১৫ জুলাই ২০২৪ । ছবি: হারুনূর রশিদ
বাড়ি ও রাস্তায় পানি ওঠায় কলাগাছের ভেলায় করে চলাচল করছে কয়েকজন শিশু-কিশোর। গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের আলফাছটারী থেকে তোলা, রংপুর। ছবি: আব্দুর রহিম পায়েল।
আউশের ভরা মৌসুম এখন। বিস্তীর্ণ ফসলি মাঠ সবুজ হয়ে আছে আউশ ধানে। ধানের শিষ আসার আগে জমিতে আগাছা পরিষ্কারে করতে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। রায়পুরার পূর্বহরিপুর গ্রাম থেকে তোলা, নরসিংদী, ১৫ জুলাই ২০২৪। ছবি: হারুনূর রশিদ