রাজশাহীতে পদ্মা নদীতে পানি বাড়ছে। এখন আটকা পড়বে ছোট বড় নানা আকারের, ধরনের মাছ। তাই বেড়েছে জেলেদের ব্যস্ততাও। স্থানীয় জেলেরা বিভিন্ন সুতা দিয়ে, বাঁশ কেটে তৈরি করছেন মাছ শিকারের ফাঁদ। শ্রীরামপুর ইসলামপুর বাঁধ, রাজশাহী, ৫ জুলাই ২০২৩। ছবি: মিলন শেখ
গরু–ছাগলের জন্য ঘাস তুলে নিয়ে বস্তায় ভরে মাথায় নিয়ে ফিরছেন এক কৃষক। ছবিটি পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন এলাকা থেকে তোলা। ৫ জুলাই ২০২৩। ছবি: মিলন শেখ
রাজশাহী থেকে প্রতিদিন ট্রাকযোগে সারা দেশে মাছ নিয়ে যাওয়া হয়। ট্রাক চলার সময় রাস্থায় পানি পড়তে থাকে। ছবিটি পবা উপজেলার ভরুয়াপাড়া বাইপাশ এলাকা থেকে তোলা। ৫ জুলাই ২০২৩। ছবি: মিলন শেখ