মাচায় শিম গাছ লাগিয়েছেন কৃষক। আর সেই গাছে এখন শোভা পাচ্ছে সাদা ও বেগুনি রঙের ফুল। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর এলাকা, রাজশাহী, ১ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ।
মাঠে পাকতে শুরু করেছে ধান। ঝাঁক বেধে সেই ধান খেতে এসেছে কবুতর। দু-একটা উড়ে যাচ্ছে, আবার আসছে ফিরে। সুনসান মাঠে কবুতরের ডানা ঝাপটানো আর বাকবাকুম শব্দে মুখরিত চারপাশ। রাথুরা গ্রাম, বানিয়াজুরী ইউনিয়ন, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ১ অক্টোবর। ছবি: আব্দুর রাজ্জাক
ধাপে ধাপে পাট জাগ দেওয়া, শুকানো আর আঁশ ছাড়ানোর কাজ শেষ করেছেন কৃষক। এখন হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম হাট, ১ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
মাচায় শিম গাছ লাগিয়েছেন কৃষক। আর সেই গাছে এখন শোভা পাচ্ছে সাদা ও বেগুনি রঙের ফুল। গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন চব্বিশ নগর এলাকা, রাজশাহী, ১ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ।