ভোর থেকে জমি চাষ করেছেন কৃষক। এখন গরু, মই ও লাঙল নিয়ে বাড়ি ফিরছেন। নগরীর বুধপাড়া রাস্তা, রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
শীত আসতে এখনো দিন বিশেক বাকি থাকলেও প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতল হাওয়া। ঘন শিশির আর কুয়াশা পড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে ফুটপাতে গরম পোশাক তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। শীতের পোশাক কিনতে ভিড় করেছেন অনেক ক্রেতা। ঘিওর বাসস্ট্যান্ড এলাকা, মানিকগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
ঋতুচক্রের হিসেবে এখনো শীত না আসলেও শিশির পড়তে শুরু করেছে। সকালে ধানের পাতায় সেই শিশির বিন্দু জমে জন্ম দিয়েছে অসাধারণ এক দৃশ্যের। রায়পুরার পূর্ব হরিপুর এলাকার একটি ধানের খেত, নরসিংদী, ২৫ নভেম্বর ২০২৩। ছবি: হারুনূর রশিদ
শীতের প্রথম মাস পৌষ আসতে এখনো দিন বিশেক বাকি। ইতিমধ্যে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা ও শিশির। ধান খেতে মাকড়সার জালে শিশির পড়ে জন্ম নিয়েছে অসাধারণ এক সৌন্দর্যের। ঘিওর উপজেলার পয়লা এলাকা, মানিকগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক