রাস্তার পাশে ঝোপ-জঙ্গলের মধ্যে ফুটেছে হলুদ ফুল। সেই ফুলের মধু খেতে এসেছে একটি ভোমরা বা ভ্রমর। নগরীর রায়পাড়া এলাকা, রাজশাহী, ২ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ।
শরতের সৌন্দর্য যেন প্রকৃতিকে উদার করে দেয়। স্বচ্ছ আকাশের মেঘের ভেলা। আর শুভ্র পালকের কাশফুল। এমন অপরূপ দৃশ্যে মুগ্ধ হবে যে কেউ। পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পাশে পথের ধরে পুকুর পাড়ে মাথা উঁচু করে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। চাটমোহর উপজেলা, পাবনা, ২ অক্টোবর। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য
বর্ষা শেষ হয়ে শরতেরও অনেকটা চলে গেছে। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় পানিতে টইটুম্বুর এলাকার পুকুরগুলো। সেখানে মাছ ধরার জন্য জেলেদের নতুন জাল তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম, রাজশাহী, ২ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ