হাতুড়ি দিয়ে ইট ভেঙে খোয়া তৈরি করছেন একজন শ্রমিক। মাথাটাকে রোদের আঁচ থেকে বাঁচাতে লোহার একটা রডের সঙ্গে বেঁধে রেখেছেন সঙ্গে আনা ছাতাটা। নগরীর জামালপুর এলাকা, রাজশাহী, ১৫ আগস্ট। ছবি: মিলন শেখ।
রাজশাহীতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। চাষিরা খেত থেকে তুলে ভুট্টা বাড়িতে এনে ঝুলিয়ে রেখেছেন শুকানোর জন্য। পবা উপজেলার নওহাটা পৌরসভা ভোলাপুর গ্রাম, রাজশাহী, ১৫ আগস্ট। ছবি: মিলন শেখ।