বড় একটা গাছের পাশে কাঁটাতারের বেড়া। সেখানে বসে আছে একটি কোকিল। নগরীর শ্রীরামপুর এলাকা, রাজশাহী, ৫ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ।
বড় একটা গাছের পাশে কাঁটাতারের বেড়া। সেখানে বসে আছে একটি কোকিল। নগরীর শ্রীরামপুর এলাকা, রাজশাহী, ৫ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ।
ফসলের খেতের আইলে কিংবা খেত সংলগ্ন জমিতে সবজি চাষ করেন কৃষকেরা। এতে ঘরের চাহিদা মেটার পাশাপাশি আয়ও হয়। এক কৃষক ধানের খেতের পাশের পতিত জমিতে চাষ করেছেন কুমড়া, ঝিঙে ও ধুন্দুল। কান্দাপাড়া-মানিকগঞ্জ সড়কের সাটুরিয়া উপজেলার হরগোজ এলাকা, মানিকগঞ্জ, ৫ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
দূরে শরতের নীল আকাশে সাদা মেঘেদের ঘোরাফেরা। এর সঙ্গে সবুজ মাঠ-গাছপালা মিলিয়ে জন্ম দিয়েছে অসাধারণ এক দৃশ্যের। সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকা, মানিকগঞ্জ, ৫ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক