সকাল গড়িয়ে ঘড়ির কাঁটা বেলা দুইটা ছুঁই ছুঁই। কিন্তু সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীতে কাবু সাধারণ মানুষ একটু উষ্ণতার ছোঁয়া পেতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্রাম, দিনাজপুর, ১০ জানুয়ারি, ২০২৪। ছবি: নাজমুল ইসলাম মিলন।
খালে ভেসাল জাল পেতে রেখেছেন জেলেরা। কয়েকটি নৌকাও দেখা যাচ্ছে খালে। জালে ধরা পড়া মাছ সংগ্রহ করতে ব্যবহার করা হবে এগুলো। বাগমার উপজেলা শ্রীপুর ইউনিয়নের একটি এলাকা, রাজশাহী, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
যমুনা নদী পাড়ি দিয়ে ঘরে ফেরেন দুর্গম চর এলাকার মানুষ। দৌলতপুর উপজেলার চর কাটারী খেয়াঘাট, মানিকগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চল। কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছে না। কুয়াশার মধ্যে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়ক ধরে আজ বুধবার দুপুরে হেঁটে যাচ্ছেন দুজন মানুষ, দিনাজপুর, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: আনিসুল হক জুয়েল
সরিষা খেতের পাশে পেঁয়াজ চাষ করেছেন এক কৃষক। সেখানে সকালে সার ছিটাচ্ছে এক কিশোর। দুর্গাপুর উপজেলার একটি এলাকা, রাজশাহী, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভুট্টা খেতে নিড়ানি দিচ্ছেন তিন কিষানি। বীরগঞ্জ উপজেলার নন্দাইগাঁও এলাকার একটি মাঠ, দিনাজপুর, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: আনিসুল হক জুয়েল
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পথঘাট। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। বরগুনার পাটকেলঘাটার আমতলাডাঙ্গা এলাকা, ১০ জানুয়ারি ২০২৪। ছবি: মুজিবুর রহমান।