কুয়াশা ভরা সকালে গরু ও লাঙল দিয়ে কৃষক জমি প্রস্তুত করছেন নতুন আবাদের জন্য। পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুচরান এলাকার একটি মাঠ, রাজশাহী, ১১ ডিসেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ
কৃষিতে গরু দিয়ে হালচাষ কমে গেছে অনেকাংশে। তবে চাষের পরে জমি সমান করতে এখনো মইয়ের ব্যবহার হয় আগের মতো। বোরো চাষের জন্য বীজতলা প্রস্তুত করছেন মামা-ভাগনে। বোধখানা গ্রামের দক্ষিণ মাঠ, ঝিকরগাছা, যশোর, ১১ ডিসেম্বর, ২০২৩। ছবি: মাসুদুর রহমান মাসুদ
যশোরের কেশবপুর উপজেলার হনুমান খাদ্যের সন্ধানে পাটকেলঘাটার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকাল রোববার পাটকেলঘাটার রাজেন্দ্রপুর এলাকায়, সাতক্ষীরা, ১১ ডিসেম্বর ২০২৩। ছবি: মুজিবুর রহমান
যশোরের কেশবপুর উপজেলার হনুমান খাদ্যের সন্ধানে পাটকেলঘাটার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকাল রোববার পাটকেলঘাটার রাজেন্দ্রপুর এলাকায়, সাতক্ষীরা, ১১ ডিসেম্বর ২০২৩। ছবি: মুজিবুর রহমান
আখ চাষি ও শ্রমিকেরা জমি থেকে আখ কেটে নিয়ে যাচ্ছেন হরিয়ান সুগার মিলে। সরকার বেঁধে দাওয়া মূল্যে মণপ্রতি ২১৯ টাকায় বিক্রি করা হয় এই আখ। পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুচরান গ্রামের একটি মাঠ, রাজশাহী, ১১ ডিসেম্বর ২০২৩। ছবি: মিলন শেখ