আইসিসি চাঁদে ম্যাচ রাখলেও থাকবেন নেপালের ভক্ত-সমর্থকেরা

প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৪: ৫৫
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭: ২৭
থাম্ব
প্রিয় দলের পতাকা হাতে নেপালি ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে লডারহিলের গ্যালারিতে। ছবি: এএফপি
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেল নেপাল। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে করতালি দিচ্ছেন নেপালি ক্রিকেটাররা। কাগজে-কলমে নেপালিদের সুপার এইটের সম্ভাবনা এখনো টিকে রয়েছে। ছবি: এএফপি
ডালাস থেকে ফ্লোরিডা—ভেন্যু বদলালেও নেপালের ভক্ত-সমর্থকদের ঢল দেখা যায় গ্যালারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি বাধা উপেক্ষা করে চলে গেছেন ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে। নেপালি ভক্ত-সমর্থকদের উন্মাদনা বোঝাতে এই প্ল্যাকার্ডই যথেষ্ট। ছবি: এএফপি
বৃষ্টির পাশাপাশি ছিল ভারী বজ্রপাতও। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। এবারের বিশ্বকাপে লঙ্কানদের বিদায় ঘণ্টা বেজে গেছে প্রথম রাউন্ডেই। ছবি: এএফপি
সুপার এইটে যেতে হলে লঙ্কানদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জিততে তো হতোই। পাশাপাশি নির্ভর করতে হতো ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। ফ্লোরিডার লডারহিলে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচে মাঠ শুকানোর কাজে ব্যস্ত মাঠকর্মীরা। ছবি: এএফপি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত