হেমন্ত শুরু হয়েছে কেবল। ঋতুর পালা বদলের খেলায় শীত আসতে এখনো বেশ বাকি। অথচ ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালটা এখন কুয়াশার চাদর মুড়ি দিয়ে এভাবেই শুরু হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: হাবিবুর রনি
পদ্মা নদীর চরে কাশফুল কেটে রেখেছেন এই এলাকায় বিভিন্ন ফসল আবাদ করা চাষিরা। সেগুলো কিনে ট্রাকযোগে নিয়ে যাচ্ছেন পান বরজ মালিকেরা। প্রতি আঁটির দাম পড়ছে ১৩ টাকা। পান বরজের চারপাশে বেড়া দিতে কাজে লাগে এগুলো। নগরীর শ্রী রামাপুর এলাকা, রাজশাহী, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
মানিকগঞ্জে হাঁসের খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে হাঁসের খামারের। শিবালয়ের শাকরাইলের একটি খামারের পুকুর, মানিকগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
হেমন্ত শুরু হয়েছে কেবল। ঋতুর পালা বদলের খেলায় শীত আসতে এখনো বেশ বাকি। অথচ ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালটা এখন কুয়াশার চাদর মুড়ি দিয়ে এভাবেই শুরু হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: হাবিবুর রনি
কয়েক বছর আগেও হালের বলদ, লাঙল-জোয়ালই ছিল কৃষকের চাষাবাদের মূল উপাদান। আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় নতুন যন্ত্রপাতির ব্যবহারে দেশের কৃষি খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কম্বাইন্ড হারভেস্টর দিয়ে একই সঙ্গে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। এই যন্ত্র দিয়ে ধান কাটছেন কৃষক, ছিটিয়ে পড়া ধান খেতে ভিড় করছে পাখিরা। ঘিওর নদীর উত্তর পাড়, মানিকগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
কমতে শুরু করেছে নদ-নদীর পানি। সকালের মিষ্টি রোদে ঘাঘট নদে মাছ শিকারে নেমেছেন এক বৃদ্ধ। গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুরের সাইফুন ব্রিজ এলাকা, রংপুর, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম।
সবুজ আমন ধান খেতের মাঝ দিয়ে বয়ে গেছে ঘাঘট নদ। সেখানে মাছ শিকার করছেন এক জেলে। রংপুর সদরের ধনতোলা এলাকা, রংপুর, ২৪ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম।