আশ্বিন মাসের শেষ দিন আজ। শরৎ বিদায়ের দ্বার প্রান্তে। শরতের শুভ্রতা হাঁটিয়ে শীতের বার্তা আনতে প্রস্তুত হেমন্ত। বলা হয়ে থাকে ধান উৎপাদনের ঋতু এই হেমন্ত। এ সময় আবাদ হয় আমন-আউশ। আমন ধানের পাতার রঙে সবুজ হয়ে উঠেছে মাঠ। খেতের আইল দিয়ে গরুর পাল নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছেন এক কৃষক। নগরীর মর্ডাণ মোড় এলাকা, রংপুর, ১৬ অক্টোবর। ছবি: আব্দুর রহিম পায়েল
নতুন আবাদের জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করাচ্ছেন কৃষক। এতে মাটির ভেতর থেকে পোকা মাকড় উঠে আসছে। আর এগুলো খেতে হাজির হয়েছে সাদা বকের দল। পবা উপজেলা দামকুড়া ইউনিয়ন কাদিরি বিল এলাকা, ১৬ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে দুটি গরু কিনেছেন সহিদুল। গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করে সাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন তিনি। স্ত্রী নাছিমা তাঁকে সাহায্য করছেন। গঙ্গাচড়ার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা, রংপুর, ১৬ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
রাজশাহীর চর এলাকায় এবার পাটের ভালো ফলন হয়েছে। আঁশ ছাড়ানোর পর পাটকাঠিগুলো জমা করে রাখা হয়েছে মাঠে। বাঘা উপজেলার গড়গড়ি শিমুল তলা ঘাটের সামনের এলাকা, ১৬ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ